বিজয় দিবস উপলক্ষে নীট গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিসিক শিল্পনগরী ফতুল্লা ভাঙ্গা ক্লাবে এ আয়োজন করা হয়।  এসময় মুন্নার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সভায় অংশ নেন। পরে প্রধান অতিথীকে ফুল দিয়ে বরণ করে নেয় শ্রমিক সংগঠনটির নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারন মো. লিয়াকত হোসেন বেপারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান দু:স্থ কল্যান ফাউন্ডেশন এর সভাপতি ও জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উপদেষ্টা তরিকুল ইসলাম লিমন।

প্রধান অতিথীর বক্তব্যে বলেন, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। সম্প্রতি ফতুল্লায় সংঘর্ষের ঘটনাটি খুবই দু:খজনক। তাই আমি সকল মালিক ও শ্রমিক ভাই বোনদের অনুরোধ করবো আপনারা কোন উস্কানিতে সাড়া দিবেন না। তাই যে কোন দাবি আদায়ে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিন। এছাড়াও আপনাদের প্রয়াত গণমানুষের নেতা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরী ওসমান বলেছেন মালিক ও শ্রমিকের যেকোন সমস্যা সমাধানে যদি তার সহযোগীতা লাগে তিনি আপনাদের পাশে আছেন। তবে সংঘাতের পথ পরিহার করে আপনাদের সমাধানের পথ বেছে নিতে হবে।

বিশেষ অতিথী হিসেবে ছিলেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমিনুল হক প্রধান, জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নির্বাহী কর্মচারী সভাপতি শেখ মো. শাস্ত, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, নারায়ণগঞ্জ জেলা দোকান ও প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. মুজাম্মেল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর কেন্দ্রীয় কর্মচারী সভাপতি সফিকুল ইসলাম জাগো বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে লিয়াকত বেপারী বলেন, লাখ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এ বিজয়। তবে দেশ স্বাধীন হলেও শ্রমিকরা এখনও স্বাধীনতা ফিরে পাইনি। শ্রমিক মালিক ভাই ভাই মুখে বলা হলেও তা বাস্তবে রুপ নেয়নি। এদিকে তাদের সাথে শখ্যতা করে ট্রেড লাইসেন্স বিহীন শ্রমিক নেতার নাম ভাঙ্গিয়ে কিছু দালাররা শ্রমিকদেও বঞ্চিত করে তারা সুবিধা ভোগ করে। আর শ্রমিকরা সব সময় অবহেলিত। অথচ শ্রমিকদের ঝড়ানো গামের কারণেই মালিকরা ও শ্রমিক নেতারা বড় বড় বাড়ি-গাড়িতে করে বিলাসবহুল জীবনযাপন করছে। তাই আমরা চাইবো শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে তাদের যেন বঞ্চিত করা না হয়।

আরও উপস্থিত ছিলেন, শ্রমিক ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নূরে আলম, বাংলাদেশ ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু তাহের মো. আসলাম, নীট পাইং গার্মেন্ট শ্রমিক নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নিজাম সিকদার, নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. শামীম তালুকদার আক্তার মেম্বার নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারশন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি সিনিয়র সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সহ-সভাপতি রুবেল দেওয়ান, যুগ্ন-সাধারন সম্পাদক থাইরুল ইসলাম, সহ-সম্পাদক মো. রানা হিমায়েত সজিব, সাংগঠনিক সম্পাদক রাশেদ ইসলাম সুন্না প্রচার সম্পাদক মো. হাদৃল আলী, দপ্তর সম্পাদক আবেদীন, অর্থ সম্পাদক আলমগীর দেওয়ান, ক্রিয়া সম্পাদক মো. জেকী ভূইঁয়া।

add-content

আরও খবর

পঠিত