নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ নং ওয়ার্ড বাসীর মাঝে ৫০ হাজার মাছ বিতরণ করলেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে হাজারো মানুষের মাঝে এ মাছ বিতরণ করা হয়।
এ বিষয়ে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আজ মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয়। তাদের সম্মানে এবং আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের মাঝে আমি মাছ বিতরণ করেছি। যার কারণে আনন্দের সাথে দিনটি শুরু হলো, খুব ভালো লাগছে। আসলে মানুষের জন্য ভালো কিছু করতে পারলেই আমার ভালো লাগে।
তিনি আরো বলেন, আজকের এই বিজয়ের দিনে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবং মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
এসময় উপস্থিত ছিলেন, এস.বি ক্যাবলের পরিচালক এম.আর.কে রিয়েন, মুক্তিযোদ্ধা নান্নু রিয়াদ হাসান, মাইনুদ্দীন, মোক্তার হোসেন, সুমন, আকাশ, রাজিব, আক্তার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।