বিজয় দিবসে ম্যাগনাস স্কুলে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর সংবাদদাতা ) : মহান বিজয় দিবস উপলক্ষে ম্যাগনাস স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাইকপাড়া বড় কবরস্থানস্থ আদর্শনগর এলাকায় স্কুল প্রাঙ্গণে এ আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক আব্দুল রহমান ও বিশেষ অতিথি হিসেবে স্কুলটির সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে স্কুলটি শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, ক্যানভাস ও আর্ট প্রতিযোগীতা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসব প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে এদিন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পুরস্কার শেষে অনুষ্ঠিত হয় এক দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্কুলটির অধ্যক্ষ জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্কুলটির পৃষ্ঠপোষক সামছুল আলম পিন্টু, মোরশেদ আলম চিন্টু, মো. জাকির হোসেন, মো. মাসুম, মো. মিলন, মো. আলম, মো. শরীফ, মোহাইমিনুল আহম্মেদ রাতুল প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত