বিজয় দিবসে আজমেরী ওসমানের শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসামনের পুত্র আজমেরী ওসমান। এছাড়াও মুক্তিযুদ্ধের মাধ্যমে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্রভৗমত্ব অর্জন হয়েছে তাদের জন্য অন্তরের অন্ত:স্থল থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।

১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে ক্ষুদে বার্তায় এক বিবৃতি জানান, যে দেশ স্বাধীন না হলে আজ হয়তো এই বাংলাদেশ পেতাম না। আমরা বাঙ্গালী পরিচযে বিশ্বের কাছে মাথা উচুঁ করে দাড়াতে পারতাম না। সেই গৌরভময় ইতিহাসে অন্যতম দিন ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেয়েছি এই বাংলাদেশের স্বাধীন মানচিত্র আর লাল সবুজের পতাকা। বিজয়ের এই মহান মাসে দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গকারী সে সকল বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি  ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এই বিজয় অর্জণে অবদান রেখেছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

বিবৃতিতে তিনি আরো বলেন, এই দেশ আমার আপনার জন্মভূমি, সেদিকটা খেয়াল রাখতে হবে। কোন অসম্প্রদায়ীক শক্তি যেন আমার দেশকে আবারো পূর্ব পাকিস্তান বানাতে না পারে সেজন্য সজাগ থাকা জরুরী। আসুন আমরা শান্তি-সম্বৃদ্ধপূর্ণ বাংলাদশে গড়ার লক্ষ্যে লাল সবুজ পতাকা তুলে সমবেত হই। দেশের উন্নয়নের স্বার্থে আমরা সকলেই সহযোগী হই। পাশাপাশি মহামারী করোনা থেকে রক্ষা পেতে নিজে সচেতন থাকি, অপরকে সচেতন করি। সব সময় মাস্ক পরিধান করি।

add-content

আরও খবর

পঠিত