বিকেলে নারায়ণগঞ্জে আসছেন ঐক্যফ্রন্টের নেতারা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৫টি সংসদীয় আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে আজ শুক্রবার (২১ ডিসেম্বর) নারায়ণগঞ্জে আসছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ বিএনপি তথা ঐক্যফ্রন্ট নেতাদের চমক দেখাতেই মূলত তারা আসছেন। বিকেলে বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে এ বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি এসএম আকরামের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল জানান, শুক্রবার বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে সমাবেশের কথা ছিল। কিন্তু সেখানে বাধা দেয়ার পর সোনাকান্দা স্টেডিয়ামে আবেদন করা হয়। প্রশাসন থেকে সোনাকান্দা স্টেডিয়ামে সমাবেশ করার অনুমিত দেয়া হয়েছে।

সমাবেশে ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সকলে উপস্থিত থাকার কথা রয়েছে।

add-content

আরও খবর

পঠিত