নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামালের ছেলে নাহিন মোজতাবা সোহানকে ধরে নিয়ে গেছে পুলিশ। ১৪ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে সদর মডেল থানা পুলিশ তাকে বাসা থেকে নিয়ে যায় ।
এ বিষয়ে এটিএম কামালের স্ত্রী নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদককে মুঠো ফোনে জানায়, রাত সাড়ে ১২টায় সদর মডেল থানার ওসি সহ কয়েক জন পুলিশ সদস্য আমার স্বামী (এটিএম কামাল ) এর সন্ধান চায় পুলিশ। ওই সময় একাধিকবার আমার স্বামীর মুঠো ফোনে কল দিয়েও না পেয়ে অপরাগতা স্বীকার করলে পুলিশ তখন আমার ছেলেকে সাথে করে নিয়ে যায়। বর্তমানে আমার ছেলে থানায় আছে। আমি আমার ছেলেকে সুরক্ষিত ফিরে পেতে চাই।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, এটিএম কামালের ছেলে নাহিন মোজতাবা সোহানকে আমরা গ্রেফতার বা আটক করিনি। আমার কাছে তথ্য আছে সেজন্য জিজ্ঞাসাবাদ চলছে । জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দিব।