বিএনপি নেতা ছমির আলী মুন্সীর মৃত্যুতে মামুন মাহমুদ এর শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : বিএনপির রাজনীতি সম্পৃক্ত দুইজনের মৃত্যুতে শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারী মামুন মাহমুদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা জাসাস সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর মা ইয়ামুন্নেছা (৯৭) সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ড কদমতলী নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এছাড়া ১৭ জুন দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা ১ নং ওয়ার্ড নিবাসী সিদ্ধিরগঞ্জের প্রবীণ বিএনপি নেতা, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ছমির আলী মুন্সী (৬৫) ইন্তেকাল করেন। মামুন মাহমুদ বলেন, ছমির আলী মুন্সী বিএনপির একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। বিশেষ করে সিদ্ধিরগঞ্জে বিএনপির অবস্থানকে শক্তিশালী করার পেছনে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে তিনিও একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। ওনার মৃত্যুতে আমরা সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতাকর্মীরা অতিপ্রিয় একজন মুরুব্বীকে হারালাম। আমি ওনার রুহের মাগফেরাত কামনা করছি এবং ওনার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা মরহুম ছমির আলী ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

add-content

আরও খবর

পঠিত