নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরামের সংবাদ সম্মেলন শেষে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর থানা পুকুরপাড় এলাকায় এসএম আকরামের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, পাইকপাড়া নয়াপাড়া এলাকায় জাপানি ভবনের পাশে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের মামলায় সেন্টু এজাহারভুক্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, সেন্টুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামরার ওয়ারেন্ট আছে।