নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা কলেজ এর সাবেক জিএস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)।
২০ জুলাই বেলা ২ঘটিকায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি এক সময়ের তুখোড় এই ছাত্র নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আব্দুল আউয়াল খান বিএনপির একজন বিশ্বস্ত, সাহসী ও রাজপথের ত্যাগী নেতা ছিলেন। ব্যক্তি জীবনে অত্যান্ত বিনয়ী একজন মানুষ ছিলেন তিনি। নারায়ণগঞ্জ বিএনপির অনেক নেতাকর্মীদের সাথে ওনার খুব সুসম্পর্ক ছিলো। তিনি সবার খোজ খবর রাখতেন। ওনার মৃত্যুতে বিএনপি একজন পরিশ্রমী ও মেধাবী নেতাকে হারালো। আব্দুল আউয়াল খান এর মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ–সংগঠনের সকল নেতাকর্মী গভীর শোক প্রকাশ করছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।