বিএনপির কাঁধের উপর প্রেতাত্মা ভর করছে : আ.লীগ নেতা দিপু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, পাকিস্থানী হানাদার বাহিনীরা বুঝতে পেরেছিলো বাঙালিদের বিজয় নিশ্চিত। তখন বাংলাদেশের যারা মেধাবী ছিলো, যারা বাংলদেশকে পরিচালনা করবে সেই বাংলাদেশকে মেধাশূণ্য করার জন্য। ১০ থেকে ১৪ ডিসেম্বরের পর্যন্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। আমার বিশ্বাস তাদের প্রেতাত্মা এই বিএনপির কাঁধের উপর প্রেতাত্মা ভর করছে। ১২ ডিসেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্চের ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসে সামনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের গর্বের-অহংকারে মাসে, আমাদের বিজয় মাসে তারা একটা দ্ব›দ্ব, একটা সংঘাত ও একটি অরাজগতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই জন্য তারা আজকে সমাবেশ ডেকেছে। মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করার জন্য আন্দোলন নামে আগুন সন্ত্রাস করেছে। শত শত মানুষকে জীবন্ত পুড়িয়েছে এবং আজকে তাদের সমাবেশকে কেন্দ্র করে ৪ দিন যাবত সন্ত্রাসী করছে। পুলিশের উপর হামলা করেছে এবং যারা আহত হয়েছে তাদের সহমর্মিতা প্রকাশ করছি। পুলিশ অত্যন্ত কঠিন ও কঠোর ভাবে জনগণের জান মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। আপনরা সবাই দেখেছেন একটি রাজনৈতিক দলের অফিসে কি পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শুক্রবার তারা একটি বাস পুড়িয়ে দিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতন্ত্রদল, গণতন্ত্রে অগ্রযাত্র ধরে রাখার জন্য আমরা কাজ করে যাবো। যদি কেউ সন্ত্রাসী করে নিরহ মানুষের উপর আক্রমন করে এবং মানুষের জান মালে উপর ও আইন শৃঙ্খলা বাহীনির উপর হামলা করে। আমরা গণতন্ত্র দল হিসাবে জনগণকে সাথে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সেই আগুন সন্ত্রাসী, বোমাবজাদের বিরুদ্ধে সচেতন ভাবে প্রতিরোধ গড়ে তুলবো।

add-content

আরও খবর

পঠিত