নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের উল্টো দিকে নিয়ন্ত্রণহীন ভয়াবহ অগ্নিকান্ড। ২৩ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরফকল এলাকায় বিআইডব্লিউটিএর গুডাউনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সহ পুলিশ, আনসার ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে খবর পেয়ে বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরির্দশন করেছেন নৌ মন্ত্রী শাহজাহান খান ও জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে ১১টায় আমরা রাবার পাইপের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। পরে সামনে এগুলে লক্ষ্য করি ইতোমধ্যেই ওই আগুন পাইপ ও প্লাস্টিকে ব্যপক ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে আগুনের তাপ প্রকট আকার ধারণ করে। প্রথম ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ব্যর্থ হয়। পরে আরো ৪টি ইউনিট বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে নানাভাবে চেষ্টা চালায়।
এ ব্যপারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এক সদস্য জানায়, আমরা আগুন নিয়ন্ত্রনে আনার সবোর্চ্চ চেষ্টা করছি। এখনো এর সূত্রপাত জানতে পারিনি।