বাহাদুর শাহের ভাই সৈয়দ জাহের শাহ মুজাদ্দেদী আর নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মোঃ পন্ডিত হোসেন ) : নারায়ণগঞ্জের আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর ছোট ভাই আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) ২১ই এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা সিকদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে তার অনুসারী মুরিদানরা জানান। নাসিক নগর ভবনের সংলগ্নে বুধবার বাদ আসর বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপরে মরহুমের লাশ দাফনের উদ্দেশ্য চাঁদপুর হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ নিয়ে যাওয়া হয়। জানাজায় আহলে সুন্নাত আল জামায়াতের আলেম সমাজ মুরিদানগণ বিভিন্ন পেশাগত মানুষ অংশগ্রহণ করে।

উল্লেখ থাকে যে, চাঁদপুর হাজিগঞ্জ ইমামে রাব্বানী সাই‍য়্যেদ আবেদ শাহ আল মাদানী (রহ:) এর চতুর্থ সাহেবজাদা আওলাদে রাসুল (দ:) হযরত মাওলানা সাই‍য়্যেদ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য মুরিদ ভক্ত বৃন্দ ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ আহলে সুন্নত আল জামায়াত আলেম ও মুরিদানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

add-content

আরও খবর

পঠিত