নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকাতে চার তলা ভবন ধসে পড়েছে । ৩ নভেম্বর বিকালে ধসে পড়ার এই ঘটনাটি ঘটেছে। এতে শোয়েব নামে এক ১২ বছরের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যায়। চার জনকে আহত অবস্থায় উদ্ধার করছে ফায়ার সার্ভিস সদস্যরা, উদ্ধার অভিযান চলছে। স্থানীয়রা জানায়, বাবুরাইল এলাকাতে ওই ভবনটি মৃত রউফ মিয়ার চার সন্তান মিলে ভবনটি নির্মাণ করে। ভবনটি নির্মাণ করা হয় একটি খালের উপর। ভবন নির্মাণে আগে ঠিকমত পাইলিং করা হয়নি। এ বিষয়ে স্থানীয়রা আগেই ভবন মালিককে সর্তক করেছিলেন কিন্তু তারা তা শুনে নেই । তাই বিকালে ভবনটি ধসে পড়ে যায়। সে ভবন থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।এদিকে ভবনের ভিতরে বাকি যারা আটকে আছে তাদের উদ্ধারে অভিযান চলছে। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থল উপস্থিত হয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, ইউএনও নাহিদা বারিক সহ র্যাব , পুলিশ ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা।