নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় খালের ওপর নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে দুই শিশু নিহত ও পাঁচ জন আহত হওয়ার ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৫ নভেম্বর মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ভবন ধসে হতাহতের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নিহত শিশু শোয়েবের মামা মো. রনি। এতে বাড়ির মালিক মৃত রউফ মিয়ার স্ত্রী জেবুন্নেছা, ছেলে আজাহার উদ্দিন, সুমন, বাবু ও মেয়ে শিউলিকে আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, ভবন মালিকদের অবহেলা, সরকারি নিয়ম না মানা ও প্রকৌশলীর অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হয়েছে। এমনটাই অভিযোগ করা হয়েছে মামলায়।
এর আগে ৩ নভেম্বর রবিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় খালের ওপর নির্মাণাধীন এইচ এম ম্যানশন ভবনটি ধসে শোয়েব (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শোয়েব ওই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং বাবুরাইল ব্যাপারী পাড়ার সানরাইজ স্কুলের ছাত্র। আর ৫ নভেম্বর মঙ্গলবার উদ্ধার করা হয় নিখোঁজ অপর শিশু ইফতেখার আহমেদ ওয়াজিদের (১২) মরদেহ।
স্থানীয়রা জানান, ভবনটি মূলত একটি ডোবার ওপর নির্মাণ করা হয়েছিল। সেখানকার মানুষরাও এ ব্যাপারে অনেকবার নিষেধ করেছিলেন। ভবনটি কোন সয়েল টেস্ট কিংবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। অতিরিক্ত লোড নিতে না পেরে রবিবার এ ভবন ধসের ঘটনা ঘটে।