নারায়ণগঞ্জ বার্তা ২৪ :গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে দরকার; বৈষম্যহীন শিক্ষা, কাজ ও সংস্কার এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ শিক্ষা সংলাপ। শনিবার (২৫ মে) সকাল ১১টায় জেলা ডাকবাংলো মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৃজয় সাহা। শিক্ষা বাজেট বৃদ্ধি, গুণগত মানোন্নয়ন এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি তুলে ধরতেই এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে বক্তারা বলেন, শিক্ষা এখনো সনদনির্ভর এবং বৈষম্যমূলক। শিক্ষাখাতে দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা শিক্ষার অগ্রগতিকে ব্যাহত করছে। বক্তারা শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক (রুম্মন রেজা), সরকারি হরগঙ্গা কলেজের অধ্যাপক শফিক ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল আকাশ, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।
আবুল হাসান রুবেল বলেন, শিক্ষা গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব না দিলে উন্নয়ন হবে না। বাজেট প্রণয়নে শিক্ষা ও গবেষণার অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।
ড. ফজলুল হক বলেন, শিক্ষা এখন কাগজ দেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ। শিক্ষার্থীরা প্রশ্ন করতেই শেখে না, ফলে গুণগত পরিবর্তনও আসে না।
শফিক ইসলাম বলেন, বাজেট বরাদ্দে প্রতিষ্ঠানভিত্তিক বৈষম্য দূর করতে হবে। শিক্ষা হলো একটি রাজনৈতিক প্রকল্প—আমরা কেমন মানুষ চাই, তা নির্ভর করে তার শিক্ষার ধরন ও কাঠামোর উপর।
অমল আকাশ বলেন, মাদ্রাসা ও আদিবাসী শিক্ষার্থীদের অভিজ্ঞতা যুক্ত করে শিক্ষা সংস্কারকে জাতীয় প্রস্তাবনায় পরিণত করা সম্ভব।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, আজকের শিক্ষা ব্যবস্থা সমাজকে তিন শ্রেণিতে বিভক্ত করছে। টাকা যার আছে, শিক্ষা শুধু তার জন্য—এই বৈষম্য দূর করতেই আমাদের আন্দোলন।
সভাপতির বক্তব্যে ফারহানা মানিক মুনা বলেন, “গণতান্ত্রিক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা সংস্কার এখন সময়ের দাবি।”
সংলাপে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী জহিরুল হক মিন্টু, জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাইদুর রহমান ও সৌরভ সেন, অর্থ সম্পাদক শাহীন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখ, তোলারাম কলেজ আহ্বায়ক রাইসা ইসলাম, ভোলাইল আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহাদি হাসান ও সম্পাদক স্বপ্নীল শোভন, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সম্পাদক শেখ সাদীসহ জেলা ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
ছাত্র ফেডারেশন ঘোষণা দিয়েছে, শিক্ষা সংস্কারের দাবিতে আগামী ২৭ মে জেলা শিক্ষা অফিসার বরাবর এবং ২৯ মে কেন্দ্রীয়ভাবে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এ আন্দোলনে নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।