বাচঁতে চায় ক্যান্সারে আক্রান্ত শিশু মরিয়ম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : ক্যান্সারে আক্রান্ত ৬ বৎসরের শিশু মরিয়ম। মরিয়মের বাবা মামুন একটি নিটিং ফ্যাক্টরির ক্ষুদ্র কর্মচারী। নগর খানপুর এলাকায় কন্যা ও পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। বয়স যখন ৬ মাস তখন থেকেই চিকিৎসাধীন রয়েছে মামুনের আদরে কন্যা মরিয়ম। চিকিৎসার জন্য চালিয়ে যাচ্ছেন নানা রকম পরীক্ষা-নিরিক্ষা। তবে সবশেষ মামুন জানতে পারে মরিয়ম ক্যান্সার রোগে আক্রান্ত।

ভালো চিকিৎসার জন্য রাজধানীর ধানমন্ডি এলাকার আসিফ কেয়ার সেন্টারে ডা. জামিলার সরনাপন্ন হয়েছেন। বর্তমানে মরিয়মের দুটি চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। পড়তে শুরু করেছে মাথার চুলও। মেয়েকে বাচাঁতে বাবা এখন পাগল প্রায়। চিকিৎসকরা তাকে পরার্মশ দিয়েছে উচ্চ চিকিৎসার জন্য মরিয়মকে ভারত নিয়ে যেতে হবে। কিন্তু সামর্থ না থাকায় হতাশা গ্রস্থ্য এই বাবা সমাজের সকল স্থরের মানুষের কাছে সহযোগীতা চেয়েছেন। যে কেউ সহৃদয়বান ব্যক্তি যোগাযোগ করতে পারেন : ০১৮৬৯৮২৮৮৬৫।

add-content

আরও খবর

পঠিত