নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সোমবাড়িয়া বাজারস্থ ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর অঞ্চলিক কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য তথা নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আনিছুর রহমান দিপু।
দোয়া পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আনিছুর রহমান দিপু বলেন, ৩রা নভেম্বর ছিল বাঙ্গালী জাতীর ইতিহাসের একটি ঘৃন্য অধ্যায়। পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির জনককে হত্যার পর বাঙ্গালী জাতিকে নেতৃত্ব শূন্য করার প্রয়াসে ১৯৭৫ সালের তেসরা নভেম্বর খুনী মোশতাক চক্রের দোসররা জেলখানার অভ্যন্তরে চার নেতাকে নৃশংসভবে হত্যা করে। ঘাতকরা চারনেতাকে হত্যা করলেও তাঁদের আদর্শকে হত্যা করতে পারেনি।
তিনি আরো বলেন, চার নেতাকে আদর্শ অন্তরে ধারন করে জননেএী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাঁদের স্বপ্নসাধ সোনার বাংলা গড়ার পথে। একমাত্র জননেত্রী শেখ হাসিনার সুচারু পদক্ষেপেই সোনার বাংলা গড়ার মাধ্যমে তাঁদের হত্যার বদলা নেয়া হবে বলে অভিমত প্রকাশ করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মেদ, যুগ্ম সম্পাদক শাহাজালাল শাহা, ২৫নং আওয়ামী লীগনেতা এ্যাডভোকেট আল আমিন মোল্লা, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগনেতা হানিফ শেখ, ২৫নং ওয়ার্ড যুবলীগনেতা হাজী আক্তার হোসেন, হুমায়ুন কবির, চুন্নু মিয়া, রাজা মিয়া, অলী সর্দার, ইউসুফ মিয়া, আমির হোসেন প্রমূখ।
পরিশেষে জাতীয় চারনেতার স্বরনে মিলাদ ও দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।