নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের (২০১৯-২০২১) নিয়মিত মাসিক ১ম সভা ও নব নির্বাচিত পরিচালকগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিকেল ৩টায় নগরীর সনাতন পাল লেনস্থ হোসিয়ারী ক্লাব ভবনের দ্বিতীয় তলায় এই শপথ গ্রহন ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।শপথ গ্রহন অনুষ্ঠানে নব নির্বাচিত পর্ষদের সভাপতি শেখ নাজমুল আলম সজলকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সচিব মো. সবদার হোসেন। শপথ বাক্য পাঠ শেষে নবগঠিত পর্ষদের সহ সভাপতি ও পরিচালকগনকে শপথ বাক্য পাঠ করান সভাপতি শেখ নাজমুল আলম সজল। এসময় শপথ বাক্য পাঠ করেন মো. কবির হোসেন- সহ সভাপতি (জেনারেল), সাঈদ আহমেদ স্বপন সহ সভাপতি (এসোসিয়েট)।
জেনারেল গ্রুপের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মো. মোজাম্মেল হক, আলহাজ্ব মো. আব্দুল হাই, আলহাজ্ব মো. মনির হোসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাব্বির আহমেদ সাগর, আমিরুল্লাহ রতন, সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার বাসেত।
এসোসিয়েট গ্রুপের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো. নাসির শেখ, আলহাজ্ব মো. শাহীন হোসেন, আলহাজ্ব নাসিম আহমেদ, আলহাজ্ব মো. আতাউর রহমান, আলহাজ্ব মো. মিজানুর রহমান।