নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুক্তিযুদ্ধের চেতনায় সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই চাষাড়ায় বিজয় স্তম্ভের সামনে এসে সমবেত হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ। যথাযথ মর্যাদা ও শ্রদ্ধাচিত্তে জাতির বীর সৈনিকদের স্মরন করে ১৬ ডিসেম্বর (সোমবার) দিবসটি পালন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সোমবার সন্ধায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে অত্র এলাকার যুব সমাজ। পূর্ব লামাপাড়া বন্ধু মহলের উদ্যোগে এবং অলিম্পিয়াস হাই স্কুলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা বা অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদের বুকের তাজা রক্ত, লাখ লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে একাত্তরের ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। ২৩ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ৯ মাসের সশস্ত্র যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেই বিজয় ছিনিয়ে আনা হয়েছে ১৬ ডিসেম্বর। বাংলার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বে অনেক অগ্রসর উল্লেখ করে টিপু সুলতান আরো বলেন, জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর বর্তমানে তারই সুযোগ্য কন্যা ডিজিটেল বাংলাদেশের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর সফল নেতৃত্বের কারণে আমরা পাকিস্তান থেকে অনেক অগ্রসর। আমরা অর্থনীতি ও মানব উন্নয়নের সকল সূচকে বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে আছি। এই অগ্রসরতার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আত্মনিয়োগ করতে হবে এবং একমাত্র মুক্তিযুদ্ধের ঐক্যবদ্ধ চেতনাই পারে সব স্বপ্ন সফল করতে, বক্তব্যে জানান টিপু সুলতান।
একমাত্র মুক্তিযুদ্ধের ঐক্যবদ্ধ চেতনাই পারে আমাদের সব স্বপ্ন সফল করতে। মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীন দেশ দিয়ে গেছেন।
এখন সকল অপশক্তি মোকাবিলায়ও আমাদের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সেই চেতনাকে ভিত্তি হিসেবে ধরতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হয়ে আত্মনিয়োগ করতে হবে সবাইকে। তা সকলের আন্তরিক প্রচেষ্টায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের যে রূপকল্প প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন বাস্তবায়নে নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের নেতৃত্বে এবং তারই সুযোগ্য সন্তান একেএম অয়ন ওসমানের দিক নির্দেশনায় আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।
অলিম্পিয়াস হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমন।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অলিম্পিয়াস হাই স্কুলের শিক্ষক রফিক হাওলাদার।