বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ বৃষ্টি বাধায় অবশেষে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, কোনোভাবেই তা সম্ভব হয়নি।

মাঝ খানে বৃষ্টি থামলেও আবার বৃষ্টি নামে। এরপর আবার বৃষ্টি থামলে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। এর মাঝে নতুন করে বৃষ্টি শুরু না হলে স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় আবার মাঠ পরিদর্শন করবেন এমনটা জানানো হয়। বৃষ্টি শেষ হওয়ার পর মাঠ পরিদর্শনের নতুন সময় নির্ধারণ করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

কিন্তু ব্রিস্টলে আবারো বৃষ্টি শুরু হওয়ায় শঙ্কা জেগেছে নতুন এ সময়ে মাঠ পরিদর্শন হওয়া নিয়েও! নির্ধারিত নতুন সময়ানুযায়ী স্থানীয় সময় দুপুর ১২টা ১৫মিনিটে (বাংলাদেশ সময়ানুযায়ী বিকাল ৫.১৫ মিনিট) মাঠ পরিদর্শনে আসবেন আম্পায়াররা। তবে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড দেখে ফের মাঠ পরিদর্শন বাতিল করলেন আম্পায়াররা। স্থানীয় সময় পৌনে ১২টা থেকে বৃষ্টির তোড় আরো বেড়ে যায়। ফলে স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় আবার মাঠ পরিদর্শন করার কথা থাকলেও তা বাতিল করা হয়।

হতাশাজনক কয়েক ঘন্টা কাটিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত হয়েছে। উভয় দল এক পয়েন্ট করে পেয়েছে। ৪ ম্যাচে শ্রীলংকার পয়েন্ট ৪। অপরদিকে বাংলাদেশ ৪ ম্যাচে পেল ৩ পয়েন্ট।

add-content

আরও খবর

পঠিত