নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ঐতিহাসিক বরফকল মাঠ রক্ষায় মনববন্ধন করেছে নাগরিক কমিটি। সংগঠনটির সভাপতি এড. এবি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
রফিউর রাব্বি তার বক্তব্যে বলেন, আমাদের নীতিকে ধংস করার জন্য যে সকল উপাদান আছে তার সবগুলোই রাষ্ট্র ব্যবহার করছে। অথচ তারা দাবি করছে আমাদের সংস্কৃতি রক্ষায় তারা কাজ করছে। সরকার একদিকে জঙ্গী নির্মূলের কথা বলছে অপর দিকে জঙ্গী উৎপাদনের উপাদান গুলোতে পানি দিচ্ছে। রেলওয়ে, রাজউক কিংবা বিআইডব্লিওটিএ এর অধিগ্রহন করা ভুমিগুলো লুন্ঠনের জন্য সরকারের বিভিন্ন পর্যায়ের লোকেরা সদা পস্তুত।
বালুর মাঠ দখল করে নিয়েছে সরকার দলীয় সংসদ সদস্যরা। ফলপট্টির রেলওয়ে মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণ করতে চেয়েছিল কিন্তু জনগণের বাধার মুখে তা সম্ভব হয়নি। রাজুক এই নগরের বহু জায়গা বিক্রয়ের নামে লুন্ঠন করতে চেয়েছিল। নাগরিক কমিটির আন্দোলনের মুখে তা পারেনি। প্রকৃতি ধ্বংসকে উন্নয়ণ নাম দিয়ে চালানোর চেষ্টা করছে সরকার।
মাদক বিস্তারের মাধ্যমে আগামী প্রজন্মকে মেরুদন্ডহীন করে দেয়া হচ্ছে। সরকারের কাছে আকুতি মিনতি জানিয়ে মাঠ রক্ষা হবেনা। প্রজন্মকে রক্ষা করতে চাইলে তা কেড়ে নিতে হবে। সে এলাকার জনগণ জেগে উঠলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমনকি সা¤্রাজ্যবাদী শক্তির পক্ষেও এ মাঠ দখলে নেয়া সম্ভব হবেনা।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বর্তমান ডি সি এস পি দুজরেনই দুজন সংসদ সদস্যের হয়ে কাজ করছেন। আমি নারায়ণগঞ্জের মানুষকে এই দুজন সংসদ সদস্য ও ডিসি এসপির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই। এই ডিসি এস পি রা নারায়ণগঞ্জের লুন্ঠন কে আরো দীর্ঘায়িত করতে চায়।
আওলাদ হোসেন বলেন, আমাদের জেলা প্রশাসকের এ মাঠ রক্ষার ব্যাপারে কোন ভুমিকা নেই। তিনি নারায়ণগঞ্জ ক্লাব এবং বিভিন্ন স্কুলে গিয়ে বক্তৃতাদেন তিনি র্ফাস্ট বয় ছিলেন। তিনিওতো একদিন ছাত্র ছিলেন। ছাত্রদের গড়ে তোলার জন্য মাঠের বিকল্প নেই। আমাদের মাঠ দখল করে নিয়ে যাচ্ছে সে ব্যাপারে জেলা প্রশাসকের কোন মাথা ব্যথা নেই। আজকে নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, ভূমিদস্যুরা সারা নারায়ণগঞ্জ দখল করে নিচ্ছে, দখল করে নিচ্ছে বরফকল মাঠ।
মানব বন্ধনের সভাপতি এড. এ.বি. সিদ্দিকী তার বক্তব্যে বলেন, দক্ষিণ দিকে আলাউদ্দীন খাঁ ষ্টেডিয়াম, উত্তর দিকে বরফকল মাঠ, এই দুই মাঠ ছাড়া নারায়ণগঞ্জে আর কোন মাঠ নেই। এ অবস্থাতে বরফকল মাঠটি বন্ধ হতে চলেছে। এক সময় জাতীয় পর্যায়ে খেলাধূলায় নারায়ণগঞ্জের ছেলেদের উল্লেখ যোগ্য অংশগ্রহন ছিল। গত ২০ বছরে ধীরে ধীরে তা হারিয়ে গেছে। সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সকল নাগরিক সামাজিক সব সংগঠনকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমিউনিষ্ট পার্টি সম্পাদক মন্ডলির সদস্য বিমল কান্তি দাস, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মন্টু, বাপার কার্যপরিষদের সদস্য কাজী জলিল উদ্দীন দুলাল, সুজন এর এফ এম এইচ তপু, ফতুল্লা থানার যুব কমান্ড সভাপতি সেলিম আহম্মেদ, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্রফন্টের সভাপতি সুলতানা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি বর্গ।