বন্দরে স্বামী রাজিবের বিরুদ্ধে স্ত্রীর জিডি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রিয়া আক্তার তার মাদকসেবী স্বামী রাজিবের বিরুদ্ধে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। গত ২৮ নভেম্বর বুধবার রাতে গৃহবধু রিয়া আক্তার বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে এ জিডি করেন।

জানা গেছে, গত ৬ বছর পূর্বে বন্দর শাহীমসজিদ বৌ-বাজার এলাকার মো. রিপন মিয়ার মেয়ে রিয়া আক্তারের সাথে ঘারমোড়া এলাকার নুরা মিয়ার ছেলে মাদকসেবী রাজিবের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়ির লোজনেরা জানতে পারে রিয়ার শ্বশুর ও তার স্বামী রাজিব মাদকের সাথে জড়িত। এমনকি পুরস্কারঘোষিত মাদক ব্যবসায়ী কুখ্যাত ফেন্সিডিল সম্রাট জুয়েলের চাচাত ভাই এই রাজিব।

এ নিয়ে তাদের দাম্পত্ত জীবনে কলহের সৃষ্টি হয়। প্রায় সময়ই মাদক ব্যবসা করার জন্য রাজিব তার স্ত্রীকে শ্বশুর বাড়ী থেকে টাকা আনতে চায় দিত। টাকা দিতে অস্বীকৃতি জানালেই গৃবধু রিয়ার উপর চলত অমানুষিক নির্যাতনের খরগ। এর মধ্যে তাদের সংসারে ৪ বছরের একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানের কথা চিন্তা করে স্ত্রী রিয়া স্বামী ও শ্বশুর বাড়ীর সকল অপকর্ম মূখ বুঝে সহ্য করে। গত ৪ মাস পূর্বে স্ত্রী রিয়াকে তার স্বামী রাজিব মারধর করলে কাউকে কোন কিছু না বলে কৌশলে সন্তানসহ পিত্রালয়ে পালিয়ে এসে স্বামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করে। যার মামলা নং৩০ (০৬) ২০১৭ইং। পরবর্তীতে ২৮(১১)১৮ইং বুধবার সকাল ১১টায় মাদকসেবী রাজিব জামিনে মুক্ত হইয়া গৃহবধু রিয়ার পিত্রালয়ে এসে মামলা নিষ্পত্তি না করলে প্রান নাশের হুমকি প্রদর্শণ করে। এ ব্যাপারে মাদকসেবী স্বামী রাজিবের বিরুদ্ধে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে। যার জিডি নং-১২২৩।

add-content

আরও খবর

পঠিত