নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে আগামী ৪ আগষ্ট শনিবার সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শীতলক্ষ্যা সেতুর চিহ্নিত এরিয়ায় থাকা বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরকরণ ও ১শত ৩৩ কেভি সংযোগ স্থাপনসহ কলাগাছিয়া ফিডারের কাজ হুকাপ করার পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে (মদনপুর সাব-জোনাল অফিস ব্যাতিত) থাকবেনা।
বন্দর জোনাল অফিস ও নবীগঞ্জ সাব-জোনাল অফিসের আওতাধীন সকল অঞ্চলের বৈদ্যুতিক সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) আশরাফ হোসেন খান।
তিনি আরো জানান, স্বাভাবিক ভাবেই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মদনপুরের কয়েকটি এলাকা ছাড়া বন্দর উপজেলার মুসাপুর, ধামগড়, বন্দর, কলাগাছিয়া ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড হতে ২৭নং ওয়ার্ডের সবকয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ যথারীতি বন্ধ থাকবে। এ কারণে সবাইকে আগেই সতর্কতা করে দেয়া হচ্ছে রাস্তায় রাস্তায় মাইকিং এবং গণমাধ্যমকর্মীদের অবগত করা হয়েছে যাতে তারা বিষয়টিকে ফলোআপ করে প্রচার করেন।