বন্দরে মসজিদ কমিটির সভাপতিকে খুন করার হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে র্পুব শত্রুতার জের ধরে মুকফুলদি মসজিদ কমিটির সভাপতিকে খুন ও জখম করার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। গত দুই মাস পূর্বে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ে নিষেধ করায় এ ঘটনার সূত্র বলে জানা যায়। গত ০৯ই অক্টোবর এই মর্মে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে মসজিদ কমিটির সভাপতি হাজী মো: শাহাজালাল (৫৪), যার জিডি নং- ৪০০ । এ ঘটনায় ৫ জনকে বিবাদী করা হয়। বিবাদীরা হলো, ১। মো: আমান (৩৬), পিতা-মৃত আব্দুল রাজ্জাক ২। শহিদুল্লাহ (৬৫) পিতা-মৃত আফরউদ্দিন ৩। জবির হোসেন (৪৫) পিতা-মৃত সামসুল হক ৪। আল ইসলাম (৪৪) পিতা- আব্দুল মালেক ৫। আ: মালেক (৭৫) পিতা- মৃত আফির উদ্দিন।

জানা গেছে, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ে নিষেধ করায় র্পুব শত্রুতার জের ধরে গত ০৬ই অক্টোবর দুপুরে মুকফুলদি মসজিদের সামনে শাহাজালাল কে অশ্লিল ভাষায় গালিগালাজ করে বিবাদীগণ। তিনি এ ধরনের অনৈতিক কাজ করতে নিষেধ করলে এক র্পযায়ে তাকে মারধর করতে উদ্যত হয়। এমতাবস্থায় তাঁর ডাক চিৎকার শুনে উল্লেখিত মসজিদের মুসল্লি সহ আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকে। এসময় বিবাদীগণ মসজিদ কমিটির সভাপতি হাজী মো: শাহাজালাল কে সময় সুযোগ মত পাইলে খুন জখম করবে বলে হুমকি প্রদান করে। বিবাদীরা তাকে সহ তাঁর পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে জিডিতে উল্লেখ করে মসজিদ কমিটির সভাপতি হাজী মো: শাহাজালাল ।

add-content

আরও খবর

পঠিত