নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্য্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কর্ম গড়ে ভবিষ্যৎ কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ্ব। র্য্যালিটি বন্দর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।
বন্দর উপজেলা কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ অফিসার ফারুক আহমেদ,শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার।
এসময় বক্তারা খাদ্য শস্য উৎপাদন, বৃদ্ধি, নিরাপদ উৎপাদন, ভেজাল ও রাসায়নিকদ্রব্য পরিহার নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এতে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকতা ফারহানা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাইদ তারেক, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মফিজুল ইসলাম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জয়নাল আবেদীন উপ-সহকারী কৃষি অফিসার হিরালাল দাস, কাজী আশরাফ উদ্দিন প্রমূখ।