নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নিখোঁজের ৪ দিন পর অসুস্থ্য বৃদ্ধ খোরশেদ আলমের (৮০) লাশ উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। ২০ সেপ্টেম্বর বৃস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বন্দর থানার মদনপুরস্থ আর এফ এল ফেক্টরীর পেছনে কবরস্থানের পাশের জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জনৈক ব্যাক্তি রাস্ত পারাপারের সময় আর এফ এল ফেক্টরীর পেছনের পাশে জঙ্গলে অজ্ঞাত লাশ দেখতে পান। বিষয়টি তিনি কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশকে অবগত করলে কামতাল তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন। এ খবরে বৃদ্ধের নাতনী ঘটনাস্থলে পৌছে লাশটি সনাক্ত করতে সক্ষম হন। পরে লাশটি ময়না তদন্তের জন্য নারায়াণগঞ্জ জেনারাল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
উল্লেখ্য,গত ১৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় চিড়াইপারা বারপারা এলাকার বৃদ্ধ খোরশেদ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর সে আর বাড়ী না ফেরায় গত সোমবার দুপুরে তার নাতনী সাম্মি আক্তার শিমু বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং ৭৫৮। সে দীর্ঘ দিন যাবত শ্বাস কষ্ট ও বিভিন্ন স্টোক জনিত রোগে ভূগছিলেন। ২৪ ঘন্টা অতিক্রমের পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজের স্বজনেরা আত্নীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খুঁজা-খুঁজি করেও কোন হদিস না পাওয়ায় গত সোমবার দুপুরে তার নাতনী বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।