নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে দুই মুদী দোকানীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ১১ই আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় সোনাকান্দা চৌধূরীপাড়াস্থ বন্দর থানার মসজিদ মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর থানার মসজিদ মার্কেটের পাইকারী দোকানদার রমজান মিয়া ও চা ও ফ্ল্যাক্সিলোড দোকানী নাসিরউদ্দিন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত আড়াইটায় তাদের দোকানে আগুন লেগেছে বলে লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগায় ভয়ে কেউ দোকানের ভেতরে ঢুকতে সাহস পায়নি।
এ সময় বন্দর অফিসার ইনচার্জ আবুল কালামের বডিগার্ড শহীদুল ইসলাম বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা তারা চরম গাফিলতি করে সাড়ে ৩টার পর মদনগঞ্জ বাসষ্ট্যান্ড হয়ে বেপারপীপাড়া ব্রীজের সামনে যায়। সেখানে ব্রীজ নির্মাণ কাজ করায় ফায়ার সার্ভিসের ইিউনিটটি পরবর্তীতে ফরাজীকান্দা হয়ে ঘটনাস্থলে হাজির হয়। ততক্ষণে উভয় দোকানের প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের এহেন ভূমিকায় গোটা থানা সংলগ্নবর্তী সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার করছে।
এ ব্যাপারে চৌধুরীপাড়া এলাকার জনৈক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফায়ার সার্ভিসের উদাসীনতার ফলে থানার মসজিদ মার্কেটের ওই দ্ইু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ওসি সাহেবের বডিগার্ড যে সময় কল করেছিল সে সময় তারা ঘটনাস্থলে এলে দুইটি দোকানের মালামালই রক্ষা করা যেতো। মাত্র ১ কিলোমিটারের পথ অথচ ফোন করার সোয়া ১ঘন্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আশু ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক বলে সচেতন মহল মনে করছে।