বন্দরে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ইং উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর সোমবার সকালে র‌্যালীটি বন্দর উপজেলা প্রাঙ্গণ হতে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিআরডিবি হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা  প্রশিক্ষন কর্মকতা শোভন কুমার ধর, নারায়ণগঞ্জ জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুরাদুল হাসান, বন্দর উপজেলা কৃষি অফিসার ড.মোস্তফা এমরান হোসেন, বন্দর  উপজেলা প্রাণীসম্পদ অফিসার ফারুক আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাইদ তারেক, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মফিজুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ  সংরক্ষন অফিসার জয়নাল আবেদীন উপ-সহকারী কৃষি অফিসার  হিরালাল দাস, কাজী আশরাফ উদ্দিন, মো. মোতালিব মিয়াজী, ফারুক আহমেদে, হেদায়াতুল ইসলাম, নাজমুল ইসলাম, আ. রউফ, মাহমুদা আক্তার প্রমূখ।

এ সময় বক্তারা ইঁদুরের ক্ষতিকর প্রভাব, নিয়ন্ত্রণ কৌশলসহ নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এবারের প্রতিপাদ্য হল ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন। সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য।

add-content

আরও খবর

পঠিত