নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে রবি/২০১৮-১৯ মৌসুমে সরিষা, বোরো, ভুট্টা ও বিটি বেগুন ফসল চাষাবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরন করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদের কৃষি অফিস প্রাঙ্গণ এ বিতরনী অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ বীজ-সার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাইদ তারেক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জয়নাল আবেদীন, উপ-সহকারী কৃষি অফিসার হিরালাল দাস, কাজী আশরাফ উদ্দিন, মো. মোতালিব মিয়াজী, ফারুক আহমেদ, হেদায়াতুল ইসলাম, নাজমুল ইসলাম, আ. রউফ, মাহমুদা আক্তার প্রমূখ।
এ সময় বন্দর উপজেলার ৩৬৩ জন কৃষকের মাঝে ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরন করা হয়। এছাড়াও ১শ কৃষককে ৫কেজি করে বোরো, ২শত ৫০ জনকে ১ কেজি করে সরিষা, ১০ জনকে ২কেজি করে ভুট্টা ও ৩ জনকে ২০গ্রাম করে বিটি বেগুনের বীজ প্রদান করা হয়।