বন্দরে অটোবাইক চালককে বিদ্যুতের শর্ট দিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে বিদ্যুতের শর্ট দিয়ে এক আটোবাইক চালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নিহতের নাম রিয়াজুল ইসলাম শান্ত (২২)। ৯ অক্টোবর মঙ্গলবার রাতে  চৌড়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জে ধরে প্রতিবেশী রফিকুল ইসলাম এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

নিহত শান্তর পিতা জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে রিয়াজুল ইসলাম শান্তকে প্রতিবেশী মুতি মাদবরের ছেলে রফিকুল ইসলাম, রোমান, রাজু,  ইসমাইল ও আরিফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ২টার দিকে জানতে পারি শান্ত বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে হাসপাতালে মারা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করে প্রতিবেশী রফিকুল ইসলাম ও তার সহযোগীরা।

এদিকে প্রতিবেশী রফিকুল ইসলামের দাবি, বাড়ির পাশে পুকুর সেচতে অবৈধ বিদ্যুৎ লাইন টানতে  শান্তকে ডেকে আনা হয়। পরে বিদ্যুৎ লাইন টানতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শান্ত গুরুতর আহত হয়। এসময় আহত অবস্থায় শান্তকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

কামতাল তদন্ত কেন্দ্রের এসআই প্রদ্যুৎ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সরহতাল  তৈরী করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা না সাভাবিক মৃত্যু এখন স্পষ্ট কিছুই বলা সম্ভব না। তবে পুকুর সেচতে অবৈধ বিদ্যুৎ সংযোগ  দেয়া হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত