বন্দরে অক্টোবর মাসে ৬৫টি মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানায় অক্টোবর মাসে ৬৫টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ধর্ষন মামলা ১টি, চুরি ৩টি, নারী ও শিশু নির্যাতন মামলা ২টি, অপহরন ১টি, মাদক মামলা ৪৭টি এবং অন্যান্য মামলা হয়েছে আরো ১১টি।

পুলিশের সূত্র মতে, অক্টোবর মাসে বন্দর থানায় রুজুকৃত ৪৭টি মাদক মামলায় মাদক উদ্ধার হয়েছে ২১ হাজার ৬৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ৯ কেঁজি ২শত ৬০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ৪শত বোতল ফেন্সিডিল। ৪৭টি মাদক মামলায় বন্দর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

এ ছাড়াও বন্দর থানা পুলিশ অক্টোবর মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ৬ পলাতক আসামীসহ জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৭৮ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ শাহীন মন্ডল জানান, বন্দর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অনুকলে রয়েছে। মাদক নিমূলে আমরা দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। মাদকের সাথে কোন আপোষ নয়। অক্টোবর মাসে মাদক কারবারিদের আটক করে ৪৭টি মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত