বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে আরজু রহমান ভূঁইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হিন্দু ধর্মাবলম্বীদের সবেচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাৎসব উপলক্ষ্যে ১৭ অক্টোবর বুধবার দিন ভর বন্দর উপজেলার আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি বন্দর ইউনিয়নের লাল ঝিওর আখড়া পূজা মন্ডপ, কলাগাছিয়া ইউনিয়নের ঘোষাল বাড়ীতে শুভকরদী পঞ্চায়েত কমিটির উদ্যোগে পূজা মন্ডপ, শাব্দী এলাকার দিঘলদী শ্মশ্বান ঘাট ও শাব্দী বাজার পূজা মন্ডপ, কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজা মন্ডপ, মুছাপুর ইউনিয়নের মুনিপাড়া পূজা মন্ডপ, স্বামী দিগ¦ীজয়ী ব্রক্ষ্মচারীর আশ্রম পূজা মন্ডপ, তিলকযাত্রী নিবাস পূজা মন্ডপ, জয়কালী মন্দির যুব সংঘের উদ্যোগে আয়োজিত দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলন্দ রাজঘাট পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ভক্তকূল ও পূজার উদযাপনের সম্পৃক্ত সকলের সাথে আরজু রহমান ভূঁইয়া কথা বলে পূজার সার্বিক দিকের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

প্রতিবারের মত এ বছরও শন্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের মঙ্গল কামনা সহ হিন্দু ধর্মাবলম্বীদের উত্তরাত্তর সফলতা কামনা করেন। পূজার সাথে সম্পৃক্ত সকলকে আরজু রহমান ভূঁইয়া’র জন্য শুভকামনা করতে দেখা যায়। দিগ্বীজয়ী ব্রক্ষ্মচারীর আশ্রম পূজা মন্ডপের সাথে সম্পৃক্তরা ও লাঙ্গলন্দ রাজঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি পূজার সমস্ত আয়োজন আগত অতিথি আরজু রহমান ভূঁইয়াকে ঘুরিয়ে দেখান। পূজার সমস্ত আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সদস্য জলিল মিয়া, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মায়ানুর আহম্মেদ মায়া, সাধারণ সম্পাদিকা মুন্নী দেওয়ান, বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া পূজা মন্ডপ পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। কথিত আছে অত্যাচারী অসূরকে ধবংস করার জন্যে ইহলোকে দেবী দুর্গা আবির্ভূত হন। দুর্গা সকল অন্যায়, অবিচার, অনাচার ও সমাজকে সকল নিপীড়ন থেকে বাঁচানোর জন্যেই তিনি এ ধরায় এসেছিলেন। তাই (সনাতন) হিন্দু ধর্মের অনুসারীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আয়োজনের মাধ্যমে প্রতিবছর এই দুর্গা পূজা উদযাপন করে থাকেন।

add-content

আরও খবর

পঠিত