নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বদলগাছী,নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশকে মারধর করেছে দোকান মালিকরা। ১১ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার মথুরাপুর ইউপির জাবারীপুর হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে বাজারের খোলা দোকানগুলোতে ব্যাপক জনসমাগমের খবর পেয়ে গ্রাম পুলিশ মো. শাকেরুল ইসলামসহ আরো দুইজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসমাগম না করে দোকান বন্ধ করার অনুরোধ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে বাজারের মুদি দোকানদার রাজ্জাক (৪০), রাজ্জাকের ছেলে সুমন হোসেন (২০), রাজ্জাকের ভাই সুরত আলী (৩৮), মামুন হোসেন (৩৫) ও জাহিদুল ইসলাম (৪০) গ্রাম পুলিশের লাঠি কেড়ে নেয়। এক পর্যায়ে তাকে বেধড়ক পিটুনী দেয়। পিটুনীর কারণে শাকেরুল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানা থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়।
মো. শাকেরুল ইসলাম বলেন, চেয়ারম্যানের নির্দেশে আমরা লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ করতে বলি। এসময় রাজ্জাক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আমার লাঠি কেড়ে নিয়ে এলোপাথারি কিলঘুষি শুরু করলে আমি অজ্ঞান হয়ে যাই।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।