বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখল করে রাখা যাবে না : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেছেন, শহরের চাষাঢ়া থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের ডানে-বামে কোনো হকার থাকবে না। ফুটপাত সাধারণ জনগণের। তারা ফুটপাত দিয়ে চলাচল করবে। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। যদি কেউ হকারদের পক্ষ নিয়ে কথা বলেন, তাদের অনুরোধ করবো-আপনারা হকারদের জন্য অন্য কোথাও ব্যবস্থা করেন।narayanganjbarta24.com শনিবার (১৫ জুন) দুপুরে চাষাঢ়া গোল চত্বর থেকে শুরু করে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত হকারের বিরুদ্ধে অভিযান শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে এসপি এসব কথা বলেন।narayanganjbarta24.comতিনি বলেন, চাষাঢ়া থেকে ১নং কিংবা ২নং রেলগেট পায়ে হেঁটে আজ আমরা গিয়েছে তাতে সময় লেগেছে ৫/৭ মিনিট সময় লাগে অথচ রিক্সায় গেলে ১৫/২০ মিনিটের চেয়ে বেশি সময় লাগে। নগরবাসীর জন্য ফুটপাত দখল করে রাখা যাবেনা।narayanganjbarta24.comহারুন অর রশিদ বলেন, হকারদের অনুরোধ করবো, আপনারা সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দোকান বসাবেন না। কোনো ব্যক্তিবিশেষ নিজের ফায়দা লুটতে হকাদের যেন বসাতে না পারে। আমরা সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতা নিয়েই কাজ করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নুরে আলম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত