নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা ও মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বার্মাশীল এলাকায় সংরক্ষিত নারী কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মনোয়ারা বেগম এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বাচ্চু, সহ সম্পাদক মতিন দেওয়ান। নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. শামীম রহমান, সাধারণ সম্পাদক মো. নুরে আলম, মহানগর সভাপতি মনোয়ার বেগম সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, সাধারণ সম্পাদক মো. এসাক আলী সহ অনান্য নেতৃবৃন্দ।।