নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পাঠাগার (কেন্দ্রীয়) এর উদ্যোগে প্রস্তুতকৃত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির জনকের ছবি সম্বলিত এই মোড়কটি উন্মোচিত হয়। ক্যালেন্ডার কাম-পোষ্টার এর মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি এড. আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) ও সাধারণ সম্পাদক নাহিদা হাসনাত।
এ প্রসঙ্গে এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির প্রাণের নেতা। যিনি এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। যার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রের স্থান পেয়েছে। আমরা সেই নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ক্যালেন্ডার কাম-পোষ্টারটি উনার সম্মানে স্মরণিয় করে রাখতে ক্ষুদ্র প্রয়াস। কারণ শেখ মুজিব মরেননি, তিনি বেঁচে আছেন আমাদের অন্তরের অন্তস্থলে, প্রতিটি বাঙ্গালির হৃদয়ে।