নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পাঠাগার (কেন্দ্রীয়) এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকালে বঙ্গবন্ধু পাঠাগারে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)। এছাড়াও দোয়ায় উপস্থিত ছিলেন, আলমগীর, বসির আহম্মেদ, কবির আহম্মেদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি বাদল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির প্রাণের নেতা। যিনি এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। যার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রের স্থান পেয়েছে। আমরা সেই নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি।