বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলুন : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহাজোট মনোনীত প্রার্থী সেলিম ওসমান বলেন, বাঘা এখন রাজাকারের সাথে চলে। যে লোকটা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি একবার পঁচা আনারস নিয়ে আসলেন। এখন আবার এসেছেন চিটা ধান নিয়ে। তাই আমি বলবো সত্য ইতিহাস নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলুন। শুক্রবার( ২১ ডিসেম্বর) বিকেল ৪টায় পাইকপাড়া এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৭নং ওয়ার্ড এলাকাবাসী কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি নতুন প্রজন্ম ও নারীদের প্রতি বলেন, কোন কাজই ছোট নয়। তোমরা বড় স্বপ্ন দেখবে। প্রাতিষ্ঠানিক ও কারিগড়ি শিক্ষা গ্রহন করবে তাহলে তোমাদের জীবনটা সুন্দর ভাবে চলবে। আমরা নিরপেক্ষ শান্তিপূর্ন অবাদ সুষ্ঠু নির্বাচন করতে চাই। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে তিনি পরিচিত করিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট দিয়ে পূণরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে। আপনারা যার যার এলাকায় নির্বাচনী প্রচারনা শান্তিপূর্ণভাবে পরিচালনা করুন এবং সরকারের উন্নয়ণমূলক কর্মকান্ডগুলো জনসম্মুখে তুলে ধরুন। ঘরে ঘরে যেয়ে লাঙ্গল প্রতীকে ভোট চাইতে হবে। যেখানে নৌকা নেই সেখানে লাঙ্গল আছে।

১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করীম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এড. হোসনে আরা বাবলী, এড. ওয়াজেদ আলী খোকন (পিপি), চন্দন শীল, কামাল দেওয়ান, এমআরকে রিয়েন।

আরো উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবলার মো. আলী মিয়া, মো. খবির উদ্দিন, আলীরটেক ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, ড. শিরিন বেগম, আঞ্জুমান আরা বেগম, এড. সুলতান উদ্দিন নান্নু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত