নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আনন্দধামের পক্ষ থেকে করোনা ভাইরাসের কড়াল গ্রাস থেকে মুক্তি চেয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার ও তার পরিবারের জন্য মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে হাসিনা রহমান সিমু বলেন, জাতির ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশবাসী যেভাবে একত্রিত হয়েছিলো। ঠিক একই ভাবে আজ জাতিকে সমস্থ বিভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে করোনা ভাইরাসে মানবিক বিপর্যয় রোধে সম্মিলিত প্রচেষ্টা নিয়োজিত করতে হবে। তিনি আরো বলেন, আমার বিশ্বাস বাংলাদেশ বঙ্গবন্ধর সাহস বুকে নিয়ে করোনার মানবিক বিপর্যয় রোধে কাজ করে যাবে ও সরকারের নির্দেশিকা অনুযায়ী আমরা যেন সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমত একে অপরকে সহায়তা করবে।
আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে প্রার্থনা সভাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দধামের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, যুগ্ম মহাসচিব বাবু শ্যামল দত্ত, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন, আনন্দধামের পরিচালকদের মধ্যে সর্বজনাব মো. সফিউল্লাহ, শেখ মনির হোসেন, মাকসুদ হিটু, মো. খোকন, অমর মন্ডল, রতন সাহা,স্বপন দাস নয়ন, আক্তারুজ্জামান দুলু, মনোয়ার মুন্না, শাহাদাৎ হোসেন, আনোয়ার হোসেন আনু, হরি চন্দনশীল, মো. রহমতউল্লাহ, মো. রাসেল প্রমুখ। প্রার্থনা সভায় আনন্দধামের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি দোয়া পরিচালনা করেন।