নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজমেরী ওসমানের পক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার বাদ যোহর বুড়ির দোকান সংলগ্নে বৃহত্তর ইসদাইরবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। এদিকে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দিনব্যাপী কোরআন তেলোয়াত করা হয়।
এসময় শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল মোবারক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. শহিদুল ইসলাম। এরপর সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।এরআগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বৃহত্তর ইসদাইর এলাকার মুরব্বীগণ। এসময় উপস্থিত ছিলেন, তাকওয়া মসজিদের ইমাম মো. জহির উদ্দিন, মো. মুজিবুর রহমান, প্রফেসর ইদ্রিস, মন্টু, ফারুক, অপু দেওয়ান, মো. মাসুম, মো. জসিম উদ্দিন, নাসির উদ্দিন ও স্থানীয় এলাবাসী। এছাড়াও প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে চানমারী এলাকায় মো. রাতুলের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।