নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১৩ নং ওয়ার্ডে দু:স্থদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়েছে। শাহাদাৎ বার্ষিকীতে ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় নগরীর গলাচিপা রুপার বাড়ি এলাকায় এ আয়োজন করা হয়। এ সময় সম্মানিত অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ওয়ার্ড আওয়ামীলীগের সমাজ কল্যান বিষয়ক আব্দুল রশিদ, ত্রান সম্পাদক হুমায়ুন আহমেদ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বক্কা মিয়া, বিশু, মো: রাকিব হোসেন, পারভেজ, মিরাজ, সুমন, বাপ্পি ও প্রমুখ।