বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের বি‌শেষ দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙা‌লি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৫ তম শাহাদাৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের উ‌দ্যো‌গে কোরআন খা‌নি মিলাদ ও দোয়া মাহ‌ফি‌ল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১৫ আগস্ট শ‌নিবার বাদ আসর নগরীর ১নং রেল গেইটস্থ হো‌সিয়ারী ভব‌নে এই মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

এর আগে দিনব‌্যাপী কোরআন খতম পড়া‌নো হয়। মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌ন ও তার প‌রিবা‌রের সকল শহীদ সদস‌্যদের আত্মার শা‌ন্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং তার প‌রিবা‌রের সদস‌্যদের দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া এবং নারায়ণগঞ্জ ৪ আস‌নের এম‌পি শামীম ওসমান পুত্র অয়ন ওসমান অসুস্থ থাকায় তার দ্রুত সুস্থতা কামনা ক‌রে বি‌শেষ দোয়া করা হয়।

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি ও না‌সিক ১৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ নাজমুল অালম সজলের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মিলাদ ও দোয়া মাহ‌ফিলে আরো উপ‌স্থিত ছি‌লেন হো‌সিয়ারী এ‌সোসি‌য়েশ‌নের সহ-সভাপতি (জেনারেল) ও বি‌কেএমইএ প‌রিচালক মোঃ ক‌বির হো‌সেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ (স্বপন), প‌রিচালক (‌জেনা‌রেল) পরিচালক (জেনারেল), বীর মুক্তিযােদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, আলহাজ্ব মােঃ আবদুল হাই, আলহাজ্ব মােঃ মনির হােসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) আলহাজ্ব মাে. নাছির শেখ, হাজী মােঃ শাহীন হােসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মােঃ আতাউর রহমান, আলহাজ্ব মােঃ মিজানুর রহমান সহ হো‌সিয়ারী ব‌্যাবসায়ী বৃন্দ। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশন স‌চিব সবদার হো‌সেন সহ অন‌্যান‌্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত