নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কৃষকলীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ও ৯৬ এর অসহযোগ আন্দোলনের অন্যতম সৈনিক এস এম জিল্লুর রহমান লিটনের নেতৃতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষকলীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতা-কর্মীরা।
১৭ই মার্চ বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইটে এলাকায় আওয়ামী লীগের কার্যালয়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন মাহাবুব সিকদার, শাহিন, কামাল, রিফাত, সায়েম, খসু, আতাউর, সিকদার, মাহাবুবুউর রহমান প্রমূখ।
উল্লেখ্য যে, গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ যা এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন।