নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ পক্ষে বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে নগরীর চাষাঢ়াস্থ বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের পর জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর চাষাড়া থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের, নারায়ণগঞ্জ মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীন পারভেজ, জেলা গোয়েন্দা শাখা সরাফত উল্লাহ, ডিআইও-১ মো. মোমিনুল ইসলাম, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন সহ জেলার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।