নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেছেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের সেবায় ব্রত হয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানবতার মা জননেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। তাহলেই এ দেশ, সমাজ ও জাতি পুরো বিশ্বের কাছে অতি দ্রত মাইলফলক ভূমিকা রাখতে পারবে। ১৫ই আগস্ট দুপুরে শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ কার্যালয় এর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে দোয়া ও খিচুরী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মের আহবায়ক এইচ.এম.রাসেল, যুগ্ন আহবায়ক বাবুল মোল্লা, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি হামদান উর রহমান শান্ত, জেলার সদ্স্য সচিব জে.আর রাসেল আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, মুহাম্মদ সাইমুন ইসলাম, বাবুল মোল্লা, সাব্বির হোসেন আকুল, মহানগর সহ–সভাপতি অজিত সাহা, মহানগর সাধারন সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী মাসুদ, মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন, এইচ.এম ফয়সাল, কাবিদ হোসেন, অনিক, স্বপন, সালাউদ্দিন, রমজান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে খিচুরী বিতরণ করা হয়।