বকেয়া বাসা ভাড়া চাওয়ায় বাড়িওয়ালাকে ভাড়াটিয়ার হুমকি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ফ্ল্যাট বাসার বকেয়া ভাড়া চাইতে যাওয়ায় বাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালাকে হুমকি প্রদান। বন্দরে এক সময়ে সুনাম ধন্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মৃত আলহাজ¦ আব্দুল মালেক শিকদার এর একমাত্র ছেলে মো. মেহেদী হাসান জিতু (৩০)কে এ হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

নাসিক ২২নং ওয়ার্ড আমিন আবাসিক এলাকাস্থ মৃত আব্দুল মালেক শিকদার এর  ৪র্থ তলা ভবনে ঘটনাটি ঘটে। এঘটনায় মেহেদী হাসান জিতু বাদী হয়ে ভাড়াটিয়া মো. দুলাল মিয়া ও তাঁর স্ত্রী মোসা. শান্তা বেগমের নাম উল্লেখ্য করে ২০মে রোববার থানায় সাধারণ ডায়রী করে। জিডি নং ৮১৮।

এ ব্যাপারে জিতু জানায়, বিবাদীরা প্রায় পাঁচ মাস পূর্ব হইতে আমার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। বাসা ভাড়া নেয়ার পর থেকেই ভাড়াটিয়া দুলাল মিয়া ভাড়া দিতে নানা টাল বাহানা শুরু করে। পাঁচ মাসের মধ্যে তাদের কাছে ০৪ মাসের বাসা ভাড়া ও ০২ মাসের বিদ্যুৎ বিলসহ মোট ৩৬হাজার টাকা পাওনা হই। দীর্ঘ দিন হওয়ার পর বৃহষ্পতিবার (১০মে) আমি ভাড়াটিয়া দুলাল মিয়ার নিকট বাসা ভাড়া চাইলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া উচ্চবাক্য কথা বলে আমার সাথে মারমুখি আচরন করে।  ভাড়ার টাকা না দিয়ে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করবেসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং যেকোন সময় আমার  বা আমার পরিবারের ক্ষতি করতে পারে বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়রী করিলাম।

add-content

আরও খবর

পঠিত