নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিকেএমইএ-এর পরিচালক নির্বাচিত হওয়ায় মো. কবির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) বিকাল থেকেই তাকে অভিনন্দন জানাতে তার বাড়ির সামনে অসংখ্য শুভাকাঙ্খির ভিড় দেখা যায়। এদিকে তাকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সার্বিক সহযোগীতায় পাশে থাকার আশ্বাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী। এছাড়াও মো. কবির হোসেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) এবং সৃষ্টি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সকল শুভাকাঙ্খিদের ভালোবাসা ও অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা পেয়ে সিক্ত হয়েছেন বলে তিনি জানান, আমি আমার অর্পিত দায়িত্ব অবশ্যই জণকল্যানে করে যাবে। আর সংগঠনের স্বার্থে আমি সর্বদাই সোচ্চার থাকবো। এজন্য সকলের সহযোগীতা চাই।
বিকাল থেকে থেকে যারা ফুলেল শুভেচ্ছা জানায়, দেওভোগ কৃষ্ণচুড়া মোড় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। তরুণ সমাজ সামাজিক সংগঠন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজ্বী মো. কামাল, সিনিয়র সহ সভাপতি পারভেজ মল্লিক, সাধারন সম্পাদক নীরব হোসেন জনি, সদস্য আতাউর, মামুন, রিয়াদ মাওলা, আবীর, সজীব, লিমন ভুইয়া। মানুষের জন্য আমরা- সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ইসহাক হোসেন বাপ্পি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সদস্য ফারজানা আক্তার, ঝর্না মনি জয়া, নিথর, মুনিয়া, সোনাম, শাকিল, সহিদ, সাবা তানি, সাগর, শাকিল। এছাড়াও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, দৈনিক অগ্রবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রাশিদ চৌধুরী, দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মাহামুদুল হাসান সৌরভ, খবর প্রতিদিন ও নারায়ণগঞ্জ টুডের চীফ ফটো সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়, দৈনিক অগ্রবাণীর চীফ ফটো সাংবাদিক পাভেল হক, অগ্রবাণী প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সায়েম, দৈনিক সোজা সাপটা পত্রিকার ফটো সাংবাদিক জুম্মান সোহেল।