নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফিলিস্তিনের আল আকসা মসজিদ অক্ষত রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশি এক মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাসেমী। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে সহযোগিতা করার উদ্দেশ্যে তিনি মিশর হয়ে ফিলিস্তিন প্রবেশ করেন। সেখানে আল আকসা মসজিদের সামনে দাড়িয়ে তিনি ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গাজী তামিম বিল্লাহ আল কাদরী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে বলা হয়, মসজিদুল আল আকসা অক্ষত রয়েছে এবং মসজিদ এলাকায় কোন যুদ্ধ চলছেনা বলে তিনি জানান।
মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাসেমী নারায়ণগঞ্জের দেওভোগ সাকিম আলী জামে মসজিদের খতিব ও ইসলামিক বক্তা।
তিন মিনিটের সেই ভিডিওতে দেখা যায় এই মাওলানা গাজী তামিম বিল্লাহ ফিলিস্তিনের আল আকসা মসজিদের সামনে দাঁড়িয়ে মসজদটি অক্ষত থাকার বিষয়ে কথা বলেন। ভিডিওতে তিনি বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আজ ৮ এপ্রিল বায়তুল মুকাদ্দাস আকসায় (ফিলিস্তিন) উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায় করেছি। লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা। বিশেষ করে বাংলাদেশের ফেসবুকে একটি মিথ্যা প্রচারণা করছে যে এই স্থানটি (আল আকসা) নাকি ধ্বংসস্তূপ হয়েছে। কিন্তু এটা