নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার ডিআইটি মাঠে প্রতিবছর বিভিন্ন জেলার থেকে কোরবানীর পশু নিয়ে আসেন বেপারীরা। এবারও এসেছে নানা সাইজের গরু নিয়ে। তবে পাবনা থেকে সাদা বাবু নামের গরু নিয়ে আসেন আব্দুল কাদের বেপারীর।
আর এ সাদা বাবুই ফতুল্লা পশু হাটের দখল নিয়েছে। হাটের সবচেয়ে বড় গরু এটি। যার ওজন আনুমানিক ২৫ মণ জানিয়েছে বেপারি। তাকে এক নজর দেখার জন্য ভির জমাচ্ছেন অনেকে। আদর করে হাতও ভুলিয়ে দেন তার গায়ে। আবার সাদা বাবুকে পছন্দ করে দাম হাকা চেচ্ছেন ক্রেতারা।
বেপারী দাম চেয়েছেন ১৭ লাখ। এখন পর্যন্ত ১৪ লাখ টাকা দাম উঠেছে তার। গতবার দাম বেলেছিলো ৮ লাখ। আরও বড় ও মোটা তাজা করে এবছর বিক্রি করবার কথা চিন্তা করে বিক্রি করেননি। তাই এইভার হাটে উঠিয়েছেন তিনি।
সাইয়াল প্রজাতির সাদা বাবুর বয়স প্রায় সাড়ে চার বছর। বেপারী সাড়ে তিন বছর তার নিজের সন্তানেরর মতো লালন-পালন করেছেন। অনেক টাকা খরচ করে ও কষ্ট করে মোটা তাজা করেছেন আব্দুল কাদের। নিয়মিত ডাক্তার দেখাতেন। বেপারীর এভারের এক মাত্র আশা সাদা বাবুরই।
বেপারী আব্দুল কাদের জানান, আমি অনেক পরিশ্রম করে সাদা বাবুকে এভারের ঈদে উঠানোর জন্য মোটা তাজা করি।প্রতিদিন ৫ কেজি ভূসি, ৩ কেজি ধানের কুড়া, ধানের খড় ও চিটা গুড় খাওয়াই। সকাল বিকেল তাকে গোসল করানো হয়। সারাক্ষণ ফ্যানের নিচে থাকতে পছন্দ করে সাদা বাবু। সাড়ে তিন বছরে শুধু খাবারের খরচই পড়েছে ৩ থেকে সাড়ে তিন লাখের বেশি। প্রতিদিনই তাকে দেখার জন্য বাড়িতে অনেক মানুষ আসতো।
তিনি অারও জানান, অনেকে আসছে দাম বলতেছে যার যার মতো। আমি দাম চেয়েছি ১৭ লাখ। এখন পর্যন্ত ১৪ লাখ টাকা দাম উঠেছে। এভারের আমার আশা ভরসা সাদা বাবুকে নিয়েই।