নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় দুবাই শরমা হাউজ ফাষ্টফুড এন্ড মিনি চাইনিজ রেষ্টূরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ জুন বুধবার বাদ মাগরিব মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বিসিক শিল্পনগরীর দুই গলির প্রবেশ মুখে দুবাই শরমা হাউজ ফাষ্টফুড এন্ড মিনি চাইনিজ রেষ্টূরেন্টটি ফিতা কেটে উদ্বোধন করেন হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মো. সহিদ মিয়া ,.শাহাদাত হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ সরকার, শাহজাহান ভুইয়া সহ বিসিক শিল্প নগরীর কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক বূন্দ।